খেলা

তৃতীয় টি–টোয়েন্টি: টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

December 2, 2025
1 month ago
By SAJ
তৃতীয় টি–টোয়েন্টি: টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মতিউর রহমান স্টেডিয়াম থেকে প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, আগের দুই ম্যাচেও মাঠে দর্শক ছিল কম। আজ দুপুরের ম্যাচে তা কমেছে আরও। রোদের তাপও ততটা নেই বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। শীতের আবহ টের পাওয়া যাচ্ছে।

টসে মুদ্রা নিক্ষেপ করে হারলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং।

বাংলাদেশ দলে তিনটি পরিবর্তনের কথা জানিয়েছেন লিটন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজ আপাতত ১–১ ব্যবধানে অমীমাংসিত। বাংলাদেশ ও আয়ারল্যান্ড দুই দলের জন্যই তৃতীয় ম্যাচটি তাই সিরিজ জয়ের লড়াই।

বাংলাদেশ দলের জন্য অবশ্য ম্যাচটি শুধুই সিরিজ জয়ের লড়াই নয়—বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য অনেক কিছুরই শেষ সুযোগ আজ

ওদিকে আইপিএল থেকে খবর এসেছে, এবার নিলামে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের ভিত্তি মূল্য ২ কোটি রুপি।